Thursday, August 1, 2013

YouTube এর ভিডিও বাফারিংকে দ্রুততর করার কৌশল

আমরা প্রায় সবাই Youtube এর ভিডিও দেখে থাকি। কিন্তু অনেকেরই ভালো স্পীডের ইন্টারনেট কানেকশন না থাকার কারনে Youtube এ ভিডিও বাফার হতে অনেক বেশী সময় নেয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে কিছুটা হলে মুক্ত করার জন্য আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা Youtube এর ভিডিও বাফারিংকে অনেকটা দ্রুততর করবে। সফটওয়্যারটির নাম হল SpeedBit Video Accelerator
undefined
এই সফটওয়্যারটি Youtube এর ভিডিওকে করবে আরো দ্রুত। এছাড়াও এটি আপনাকে ভিডিও সার্চিং সুবিধাও প্রদান করবে। সফটওয়্যারটি থেকে পছন্দের ভিডিও এর লিংক শেয়ার করা যাবে টুইটারে। এটি জনপ্রিয় সকল ব্রাউজার সাপোর্ট করে। এছাড়াও হাই ডেফিনেশন ভিডিও এক্সেলেরেশন সুবিধাও এতে রয়েছে।
SpeedBit Video Acceleratorতাহলে আর দেরি কেন? এখনই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন আর উপভোগ করুন দ্রততর ভিডিও।

No comments:

Post a Comment