সবাই কে সালাম জানিয়ে আমার ২য় পোস্ট করলাম । সবাই কেমন আছেন? আশা করি
সবাই ভাল আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ অনেক দিন পর লিখছি। ফ্রী
ইন্টারনেট ব্যবহার করার কৌশল নিয়ে আমার প্রথম লেখায় আপনাদের অনেক
সহযোগিতা পেয়েছি, যদিও লিখাটির
কার্যকারিতা আপাতত তেমন একটা নাই। লেখাটি যারা আমার প্রথম লেখা টিকে ভাল
এবং মন্দ যে যে ভাবে নিয়েছেন তাদের সবাইকেই আমার অন্তর থেকে অনেক অনেক
ধন্যবাদ।
আজ
আমি আপনাদের সাথে যে জিনিস টি শেয়ার করব তা হল ফ্রী এসএমএস পাঠানোর জন্য
একটি ওয়েব সাইট বানানো। তবে হা কেউ অনুগ্রহ করে ব্যবসায়ীক উদ্দেশ্যে এটি
ব্যবহার করবেন না। খুব সহজেই আপনি এটা করতে পারেন। ইতোমধ্যে হয়ত এখানে অনেক
এই জানেন আর যারা যানেন না তাদের জন্য আজকের আমার এই লেখা। বিশেষ করে
অনেকে আমাকে অনুরুধ করেছেন জিনিস টি শেয়ার করার জন্য। আর হা এটা শুধু
গ্রামিনফোন ইউজার দের জন্য।
এবার মুল কথাই আসি, ফ্রী এসএমএস এর একটি ওয়েব সাইট বানাতে মাত্র ২টি ফাইল প্রয়োজন হবে। ফাইল ২টা ডাউনলোড করতে এখানে ক্লিক করেন।
ডাউনলোড করার পর ফাইল টা আনজিপ করে “sendSMS” এই ফাইল টা খুলুন। এরপর যথাক্রমে AloAshbei Username,Password,Your registered number লিখুন।
নিছের ছবি টি দেখেন এবং ছবির মত করে ৪ জায়গায় পরিব্ররতন করে সেভ করেন। তার পর আপনার ওয়েব সাইট এ ফাইল ২টি আপলোড করেন।
এখন
AloAshbei তে রেজিস্টার করতে http://goo.gl/UDhil এখনে যান। সব ঠিক ঠাক
মত পুরন করেন একাটা মেইল এর মাধ্যমে কনফারমেশন লিঙ্ক পাঠানো হবে তাতে ক্লিক
করেন।
Edit profile এ ক্লিক করেন। তার পর Developer Test phone এ যান। Change Test Phone: এর নিছে আপনার GP (88017XXXXXXXX) নাম্বার লিখে সেইভ করুন। আপনার মোবাইল এ একটা কোড আসবে সেইটা লিখে কনফার্ম করুন। এই আপনার কাজ শেষ। এখন থেকে ফ্রী এসএমএস পাঠান যে কোন GP নাম্বার এ।
আমি ধন্যবাদ যানাচ্ছি AloAshbei এর সাথে জরিত সকল ডেবলপারদের এবং Grameenphone কে।
সবাই ভাল থাকবেন। আমি সব সময় ভাল থাকি। যদিও জীবনে ২ বার খারাপ ছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন এরকম ভাল থাকতে পাড়ি। খোদা হাফেজ ।
এবার মুল কথাই আসি, ফ্রী এসএমএস এর একটি ওয়েব সাইট বানাতে মাত্র ২টি ফাইল প্রয়োজন হবে। ফাইল ২টা ডাউনলোড করতে এখানে ক্লিক করেন।
ডাউনলোড করার পর ফাইল টা আনজিপ করে “sendSMS” এই ফাইল টা খুলুন। এরপর যথাক্রমে AloAshbei Username,Password,Your registered number লিখুন।
নিছের ছবি টি দেখেন এবং ছবির মত করে ৪ জায়গায় পরিব্ররতন করে সেভ করেন। তার পর আপনার ওয়েব সাইট এ ফাইল ২টি আপলোড করেন।
Edit profile এ ক্লিক করেন। তার পর Developer Test phone এ যান। Change Test Phone: এর নিছে আপনার GP (88017XXXXXXXX) নাম্বার লিখে সেইভ করুন। আপনার মোবাইল এ একটা কোড আসবে সেইটা লিখে কনফার্ম করুন। এই আপনার কাজ শেষ। এখন থেকে ফ্রী এসএমএস পাঠান যে কোন GP নাম্বার এ।
আমি ধন্যবাদ যানাচ্ছি AloAshbei এর সাথে জরিত সকল ডেবলপারদের এবং Grameenphone কে।
সবাই ভাল থাকবেন। আমি সব সময় ভাল থাকি। যদিও জীবনে ২ বার খারাপ ছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন এরকম ভাল থাকতে পাড়ি। খোদা হাফেজ ।
No comments:
Post a Comment