২০১১ সালের জুন মাসের ২১ তারিখে রিলিজ পেয়েছিলো মজিলা ল্যাবের ফায়ারফক্স
৫ এর ফাইনাল ভার্শন। মজিলার সবচেয়ে বেশি জনপ্রিয় এই ভার্শনটি প্রতি
সেকেন্ডে ডাউনলোড হয়েছিলো কয়েক হাজারের ও বেশি বার!! তা একটা ছোট গল্প
দিয়েই শুরু করি আজকের পোস্ট।
আমার
খুব কাছের এবং কিছু স্কুল ফ্রেন্ডসহ অনেকেই নতুন এই ভার্শনে আপডেট হবার পর
জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার আই ডি এম দিয়ে ডাউনলোড করতে পারছিলো না, কারন
আইডিএম এখন পর্যন্ত ফায়ারফক্সের ৫ ভার্শনের জন্য কোন এড অন আপডেট দেয় নি।
এখন তারা কেউ ফোনে কিংবা সামাজিক যোগাযোগ সাইটে পোক মেরে জিজ্ঞেস করছে যে
কিভাবে আই ডি এম দিয়ে ডাউনলোড করতে পারবে
এক্ষেত্রে উত্তর আমি একই দিই যে, বেশ কয়েক ভাবে এর সমাধান করা যায়। যেমন
চলুন দেখি কিভাবে মাত্র ৫ টি সহজ মন্ত্রে (ধাপে) ব্রাউজারের কম্পেটিবিলিটি সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়
মন্ত্র ১.
ব্রুজারের নতুন ট্যাবে গিয়ে about:config লিখে বা কপি-পেষ্ট করে ইন্টার চাপুন
মন্ত্র ২.

একটি ওয়ার্নিং ম্যাসেজ আসবে তার নিচেই I’ll be careful, I promise!” button এ ক্লিক করুন
মন্ত্র ৩.

ডান পাশে খালি এক জায়গায় রাইট বাটন ক্লিক করুন এবং New -> Boolean তে ক্লিক করুন
মন্ত্র ৪.

নতুন পপ আপ মেনুতে extensions.checkCompatibility.5.0 লিখে ওকে দিন
মন্ত্র ৫.

বাই ডিফট এর ভেলু ট্রু থাকবে । একে ডাবল ক্লিক করে ফলস (false) করে দিন
এবার আপনা কাজ না করা সকল এড অন ডিজেবল থাকলে এনাওবল করে দিন
এবং মুক্তি পান হালনাগাদ না করার যন্ত্রনা থেক
তো দেরী কেন এখনি করতে বসে পড়ুন
এক্ষেত্রে উত্তর আমি একই দিই যে, বেশ কয়েক ভাবে এর সমাধান করা যায়। যেমন
১. এড অন ডেভেলপ করে
২. এড অন এডিট করে
৩. এড অন কম্পেটিবিলিটি চেক না করার জন্য এড অন ইউজ করা
৪. কম্পেটিবেলিটি চেক অফ করে ব্রাউজারের সেটিংস থেকে
আরো অনেক উপায় থাকতে পারে, কিন্তু আজকে আলোচনা করবো ৪ নম্বর অপশান অর্থাৎ ব্রাউজার থেকে কম্পেটিবেলিটি চেক অফ করা নিয়ে।চলুন দেখি কিভাবে মাত্র ৫ টি সহজ মন্ত্রে (ধাপে) ব্রাউজারের কম্পেটিবিলিটি সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়
মন্ত্র ১.
ব্রুজারের নতুন ট্যাবে গিয়ে about:config লিখে বা কপি-পেষ্ট করে ইন্টার চাপুন
মন্ত্র ২.
একটি ওয়ার্নিং ম্যাসেজ আসবে তার নিচেই I’ll be careful, I promise!” button এ ক্লিক করুন
মন্ত্র ৩.
ডান পাশে খালি এক জায়গায় রাইট বাটন ক্লিক করুন এবং New -> Boolean তে ক্লিক করুন
মন্ত্র ৪.
নতুন পপ আপ মেনুতে extensions.checkCompatibility.5.0 লিখে ওকে দিন
মন্ত্র ৫.
বাই ডিফট এর ভেলু ট্রু থাকবে । একে ডাবল ক্লিক করে ফলস (false) করে দিন
এবার আপনা কাজ না করা সকল এড অন ডিজেবল থাকলে এনাওবল করে দিন
No comments:
Post a Comment