ওয়েব ডিজাইনারদের জন্য গুগলফন্ট আসে এক আশীর্বাদ রূপে। এখন ইউজারের
পিসিতে প্রয়োজনীয় ফন্টটা আছে কিনা সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ডিজাইনাররা
তাদের মনমত ডিজাইন করতে পারছেন। যদিও এটা CSS3 এর একটা ফিচার ফন্ট ফেস,
তবুও গুগলের সার্ভারে হোস্ট করা অপটিমাইজড
ফন্টগুলো সত্যিই ডিজাইনারদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তারা খুব সহজেই গুগল
ওয়েব ফন্টের এপিআই ব্যবহার করে সাইটে ফন্ট এমবেড করে দিতে পারছে।
ব্লগারের(www.blogger.com)
জন্য গুগল ওয়েব ফন্ট প্রথম চালু করে গত বছরের শেষের দিকে। তখন ফন্ট
ডিরেক্টরীতে মোট ফন্ট ছিল ৩২ টি। এখন গুগল সংখ্যাটাকে দ্বিগুণের চেয়েও বেশি
করে ফেলেছে। এই মুহুর্তে ফন্টের সংখ্যা ৭৭ টি। এই ফন্টগুলো সব আধুনিক
ব্রাউজারের সাথেই খুব ভালভাবে কাজ করবে। শুধুমাত্র আইই৬ এ এটা কাজ করবে না।
গুগল প্রদত্ত সাপোর্টেড ব্রাউজার লিস্টটা এরকমঃ

ব্লগারে নিচের লিস্টের ওয়েবফন্টগুলো এখন পাওয়া যাবে।
যাদের ব্লগারে ব্লগ আছে তারা এখন খুব সহজেই কোন প্রকার কোডিং না করেই গুগলের ওয়েবফন্টগুলো ব্যবহার করতে পারবেন।
হ্যাপি ব্লগিং।
ভাল থাকবেন সবাই। ধন্যবাদ।
- Google Chrome: version 4.249.4+
- Mozilla Firefox: version: 3.5+
- Apple Safari: version 3.1+
- Opera: version 10.5+
- Microsoft Internet Explorer: version 7+
ব্লগারে নিচের লিস্টের ওয়েবফন্টগুলো এখন পাওয়া যাবে।
|
|
|
হ্যাপি ব্লগিং।
ভাল থাকবেন সবাই। ধন্যবাদ।
No comments:
Post a Comment