Thursday, August 1, 2013

ব্লগারে আরও ৩৫ টি নতুন ওয়েবফন্ট যুক্ত করল গুগল

ওয়েব ডিজাইনারদের জন্য গুগলফন্ট আসে এক আশীর্বাদ রূপে। এখন ইউজারের পিসিতে প্রয়োজনীয় ফন্টটা আছে কিনা সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ডিজাইনাররা তাদের মনমত ডিজাইন করতে পারছেন। যদিও এটা CSS3 এর একটা ফিচার ফন্ট ফেস, তবুও গুগলের সার্ভারে হোস্ট করা অপটিমাইজড ফন্টগুলো সত্যিই ডিজাইনারদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তারা খুব সহজেই গুগল ওয়েব ফন্টের এপিআই ব্যবহার করে সাইটে ফন্ট এমবেড করে দিতে পারছে।
Google-web-font[7]ব্লগারের(www.blogger.com) জন্য গুগল ওয়েব ফন্ট প্রথম চালু করে গত বছরের শেষের দিকে। তখন ফন্ট ডিরেক্টরীতে মোট ফন্ট ছিল ৩২ টি। এখন গুগল সংখ্যাটাকে দ্বিগুণের চেয়েও বেশি করে ফেলেছে। এই মুহুর্তে ফন্টের সংখ্যা ৭৭ টি। এই ফন্টগুলো সব আধুনিক ব্রাউজারের সাথেই খুব ভালভাবে কাজ করবে। শুধুমাত্র আইই৬ এ এটা কাজ করবে না। গুগল প্রদত্ত সাপোর্টেড ব্রাউজার লিস্টটা এরকমঃ
  • Google Chrome: version 4.249.4+
  • Mozilla Firefox: version: 3.5+
  • Apple Safari: version 3.1+
  • Opera: version 10.5+
  • Microsoft Internet Explorer: version 7+
আপনি এই ফন্টগুলা Blogger Template Designer এর Advanced ট্যাবে পাবেন। যেকোন ফন্ট সিলেক্ট করুন। ব্লগার নিচে একটা প্রিভিউ দেখাবে। পছন্দ না হলে বদলিয়ে ফেলুন। কাজ শেষ হলে সেভ করতে ভুলবেন না যেন।
blogger-webfont
ব্লগারে নিচের লিস্টের ওয়েবফন্টগুলো এখন পাওয়া যাবে।
  • Allerta
  • Allerta Stencil
  • Arimo
  • Arvo
  • Bentham
  • Calibri
  • Calligraffitti
  • Cambria
  • Cantarell
  • Cardo
  • Cherry Cream Soda
  • Chewy
  • Coming Soon
  • Consolas
  • Copse
  • Corsiva
  • Cousine
  • Covered By Your Grace
  • Crafty Girls
  • Crimson Text
  • Crushed
  • Cuprum
  • Droid Sans
  • Droid Sans Mono
  • Droid Serif
  • Fontdiner Swanky
  • GFS Didot
  • GFS Neohellenic
  • Geo
  • Gruppo
  • Hanuman
  • Homemade Apple
  • IM Fell DW Pica
  • IM Fell DW Pica SC
  • IM Fell Double Pica
  • IM Fell Double Pica SC
  • IM Fell English
  • IM Fell English SC
  • IM Fell French Canon
  • IM Fell French Canon SC
  • IM Fell Great Primer
  • IM Fell Great Primer SC
  • Inconsolata
  • Irish Growler
  • Josefin Sans
  • Josefin Slab
  • Just Another Hand
  • Kenia
  • Kranky
  • Lobster
  • Luckiest Guy
  • Merriweather
  • Molengo
  • Mountains of Christmas
  • Neucha
  • Neuton
  • Nobile
  • OFL Sorts Mill Goudy TT
  • Old Standard TT
  • PT Sans
  • PT Sans Caption
  • PT Sans Narrow
  • Permanent Marker
  • Philosopher
  • Puritan
  • Reenie Beanie
  • Rock Salt
  • Schoolbell,Slackey
  • Sunshiney
  • Syncopate
  • Tinos
  • UnifrakturMaguntia
  • Unkempt
  • Vollkorn
  • Walter Turncoat
  • Yanone Kaffeesatz
যাদের ব্লগারে ব্লগ আছে তারা এখন খুব সহজেই কোন প্রকার কোডিং না করেই গুগলের ওয়েবফন্টগুলো ব্যবহার করতে পারবেন।
হ্যাপি ব্লগিং।
ভাল থাকবেন সবাই। ধন্যবাদ।

No comments:

Post a Comment